পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে চিকিৎসা সহায়তা এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়। হামলার শিকার রাখাইন নেতা মং ছিং থোয়াইং উপজেলার হারবাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রাখাইন পাড়ার মৃত আপ্রু মং-এর পুত্র।
প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ কক্সবাজার জেলা এবং চকরিয়া ও পৌরসভা শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম
নেতৃবৃন্দ, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দসহ সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ
হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাষ্টার অং ক্য চিং-এর সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সম্মানিত ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলার নেতা পরিমল বড়ুয়া ও সাংবাদিক ছোটন কান্তি নাথ, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মং ক্য হা, পরিষদের চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশ ও সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, পৌরসভার সভাপতি নারায়ণ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক সুনীপ দাশ সৌরভ, বৌদ্ধ সুরক্ষা পরিষদ কক্সবাজারের উবা এ, রাখাইন সম্প্রদায়ের নেত্রী তামাছিং মার্মা, কাহারিয়া ঘোনার নেতা উথহা মং, হারবাংয়ের উথোয়েন অং, আদিবাসী ফোরাম নেতা মংথেন হা, মানিকপুরের থোয়াইং হা মং, বারকাকিয়ার আলহারী রাখাইন, মং ক্যারি রাখাইনসহ চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-নেত্রীবৃদ্ধ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘হারবাং রাখাইন পাড়ার বাসিন্দারা দীর্ঘ ৩০০ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু কোন পূর্ব শত্রুতা না থাকলেও গত
১২ নভেম্বর রাতের আঁধারে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হারবাং শাখার সহ-সভাপতি মং ছিং থোইংকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে ফেলে চলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো সঙ্কটাপন্ন অবস্থায়।
মং ছিং থোইং-এর সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।