নিখোঁজ সুমন মুৎসুদ্দি আনন্দ হাটহাজারী উপজেলার গুমানমর্দন মুৎসুদ্দি পাড়া এলাকার বাসিন্দা। তিনি মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহারে সেবক হিসেবে দায়িত্বে ছিলেন।
সুমন মুৎসুদ্দি আনন্দ নিখোঁজের পর ১৬ নভেম্বর তার পরিবার ডবলমুরিং থানায় একটি নিখোঁজ ডায়েরি (নম্বর: ১০৫১) করে।
নিখোঁজ সুমন মুৎসুদ্দির ছেলে কুসুম কান্তি মুৎসুদ্দি বাংলানিউজকে বলেন, ১১ নভেম্বর দুপুরে মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহার থেকে বের হয়ে আর ফেরেননি আমার বাবা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। ডবলমুরিং থানায় নিখোঁজ ডায়েরি করেছি। আমার বাবাকে ফেরত চাই।
সুমন মুৎসুদ্দির নিখোঁজের বিষয়টি তদন্ত করছেন ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলম। তিনি সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করছি। নিখোঁজ সুমন মুৎসুদ্দির সন্ধান পেতে সব থানায় তথ্য পাঠানো হয়েছে।