সাংঘিক পুরোধা, অনাথপিতা, সদ্ধর্মাদিত্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ, মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ,শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরোর ৯৬ তম জন্মদিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২০) বিকেলে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাস্থবির,প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন মোগলটুলি শ্মশান ভূমি শাক্যমুণি বৌদ্ধ বিহারের পরিচালক ও অধ্যক্ষ ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির,বিশেষ সদ্ধর্ম দেশক ছিলেন ভদন্ত প্রিয়রত্ন মহাস্হবির, গহিরা জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাস্হবির,দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্হবির,পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র থের।মঙ্গলাচরণ করেন ভদন্ত শাসনজ্যোতি ভিক্ষু।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া ও যুগ্ম সাধারন সম্পাদক সপু বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া,সাধারন সম্পাদক অধ্যাপিকা ববি বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করেন শচী ভূষণ বড়ুয়া।