আগামীকাল বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপমহাদেশের কিংবদন্তী সংঘমনীষা , মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, অনাথ পিতা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ,শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের ৯৬ তম জন্ম দিবস ।
এদিকে শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের ৯৬ তম জন্মদিন আগামীকাল ১৮ নভেম্বর ২০২০ বুধবার বিকাল ৩.৩০ টায় নন্দন কাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।আপনাদের মৈত্রীময় উপস্থিতি কামনা করা হয়েছে ।