হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ) হাটহাজারী্র জোবরা সুগত বিহারের হলরুমে কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারীর আঞ্চলিক সংঘপ্রধান , অনাথ পিতা ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির।
জরুরি সভা শেষে ভদন্ত শাসনানন্দ মহাথেরকে সভাপতি ও ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের কে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
অন্যান্যরা হলেন সহ-সভাপতি – ভদন্ত ড. জ্ঞানরত্ন মহাথের, সহ-সভাপতি – ভদন্ত দীপানন্দ মহাথের, যুগ্ন সম্পাদক-ভদন্ত বুদ্ধপাল মহাথের, সহ-সম্পাদক – ভদন্ত সংঘমিত্র থের, অর্থ সম্পাদক – ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু ,সাংগঠিনক সম্পাদক -ভদন্ত ধর্মমিত্র থের , ধর্মীয় সম্পাদক – ভদন্ত উপতিষ্য থের ,প্রচার ও প্রকাশনা সম্পাদক- ভদন্ত জে. ধর্মবোধি ভিক্ষু , দপ্তর সম্পাদক- শান্তদর্শী ভিক্ষু, কার্যকরী সদস্য – ভদন্ত শ্রদ্ধাবংশ ভিক্ষু, ভদন্ত বিনয়শ্রী ভিক্ষু,ভদন্ত জিনপ্রিয় ভিক্ষু, ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, ভদন্ত মহাপাল ভিক্ষু।