বাংলাদেশ অক্সিজেন লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, হাটহাজারী জোবরা গ্রামের সমাজ হিতৈষী মদন মোহন বড়ুয়ার সহধর্মিণী মঞ্জু রানী বড়ুয়া (৬৫) পরলোক গমন করেছেন। (অনিচ্চা বথ সাংখারা…..)
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১ টায় বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ বিকেলে নিজ গ্রামে অনিত্যসভা শেষে বৌদ্ধ শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।