আগামীকাল শুভ প্রবারণা।এ উপলক্ষে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সরকারী নির্দেশনা মেনে প্রশাসনের সার্বিক সহযোগিতায় সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন বৌদ্ধ যুব ও ছাত্র সংগঠনের অংশগ্রহণে সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.৩০টা পর্যন্ত নগরীর বৌদ্ধ মন্দির চত্বরে সংক্ষিপ্ত পরিসরে ফানুস উত্তোলন করা হবে।
সন্ধ্যা ৬.৩০ টায় নন্দন কাননস্হ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বর থেকে ফানুস উত্তোলন উদ্বোধন করবেন-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম.মেহেদী হাসান বি পি এম (বার) পি পি এম (বার) চট্টগ্রাম।
এ উপলক্ষে প্রবারণা পূর্ণিমা’র শান্তি শৃঙ্খলা নিয়ে আজ ৩০ সেপ্টম্বর দুপুর দুইটায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম.মেহেদী হাসান বিপিএম,পিপিএম মহোদয়ের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে,ফানুস উত্তোলনও ধর্মীয় কার্যাদির সময় সর্বস্তরের জনসাধারণকে প্রশাসন এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় ও মাক্স পড়া বাধ্যতামূলক করা হয়েছে।শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রবেশের চৌরাস্তায় মেটাল ডিটেক্টর দিয়ে চেকপোস্ট বসানো হবো এবং প্রবেশের মূল গেইটে আর্চওয়ে গেইট বসানো হবে।নিরাপত্তার খাতিরে এসময় ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীদের সার্বিক সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম.মেহেদী হাসান মহোদয়ের সৌজন্যে আগত পুণ্যার্থীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করা হবে।