বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ৯ টায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে।
বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।
প্রার্থনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেডারেশন এর সভাপতি প্রকৌ: দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া , ২১ নং ওয়াডের কাউন্সিলর জনাব মাসুম গণি তাপস, মি: অশোক বড়ুয়া , ফেডারেশন এর সাবেক সভাপতি মি: নেত্রসেন বড়ুয়া প্রমূখ।