অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও অনোমা সাহিত্য সাময়িকীর সম্পাদক আশীষ বড়ুয়া (৬0) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন । (অনিচ্চা বথ সাংখারা…)
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮.১৫ ঘটিকায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে পরলোকগমন করেন l
মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি কিছু দিন থেকে শ্বাস কষ্টে ভুগছিলেন।
তিনি কর্ম জীবনে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
আগামীকাল মংগলবার (২৯ সেপ্টেম্বর ) সকাল ৯ টা পর্যন্ত তার মরদেহ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে রাখা হবে। এরপর মরদেহ তার জন্ম জনপদ ফটিকছড়ির জাহানপুর (কোঠেরপাড়) গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই বিকাল ২ টায় প্রয়াতের অনিত্য সভা শেষে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।