গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ২০২০ সালের একুশে পদকের জন্য মনোনিত ব্যক্তিত্ব, চবির পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.বিকিরণ প্রসাদ বড়ুয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন ও আজীবন সম্মাননা পর্ষদ অনুষ্ঠান মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম রেলস্টেশনস্থ মোটেল সৈকতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.অনুপম সেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার।
হীরক জয়ন্তী উদযাপন ও আজীবন সম্মাননা পর্ষদের আহবায়ক ইউএসটির সাবেক উপাচার্য প্রফেসার ডাঃ প্রভাত চন্দ্র বড়য়ার সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ.আ.ম.স.আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ২১ শে পদক প্রাপ্ত ড. প্রণব বড়ুয়া, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ নুরুল মোস্তফা, বি জি সি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সরোজ কান্তি হাজারী।