শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকাল ৪.০০ ঘটিকায় চট্টগ্রাম চান্দগাঁও সার্বজনীন শাক্যমনি বৌদ্ধ বিহারে জাতক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, “জাতক বই” এর মোড়ক উন্মোচন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন অব বুড্ডিস্ট স্টুডেন্টস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসোসিয়েশন অব বুড্ডিস্ট স্টুডেন্টস অব বাংলাদেশ, চট্টগ্রাম শাখার সভাপতি গৌতম বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব, ধর্মদূত,সদ্ধর্মকোবিদ, ভদন্ত এস. লোকজিৎ থের। প্রধান জ্ঞাতি ছিলেন চট্টগ্রাম কলেজের পালি বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর অর্থদর্শী বড়ুয়া ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতির সম্পাদিকা সঞ্চিতা তালুকদার । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা স্বাতীলিকা বড়ুয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বুড্ডিষ্ট ইয়ুথ ফেলোশিপ এর ভাইস প্রেসিডেন্ট শিল্পী তাপস কুমার বড়ুয়া , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলার সাধারণ সম্পাদক চম্পাকলি বড়ুয়া, সমাজসেবক সুদুল কান্তি বড়ুয়া। যৌথ সঞ্চালনায় অজন্তা বড়ুয়া, স্নিগ্ধা বড়ুয়া ।
বক্তারা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ এই আয়োজন কে সাধুবাদ জানান। তাদের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।