শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) সংযুক্ত আরব আমিরাতের সারজাহ শহরের কুহিনূর হল মোবারক সেন্টারে
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন করা হয়।
সংযুক্ত আরব আমিরাত বুড্ডিস্ট এসোসিয়েশান এ ধর্ম সভার আয়োজন করে।
এ উপলক্ষে সকালে আয়োজন করা হয় ধর্মীয় প্রার্থনার। সকাল থেকে প্রবাসীরা বিভিন্ন শহর থেকে সমবেত হন। এ সময় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন তাঁরা। পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন।
মহতি পুণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক, ভদন্ত কে. শ্রী জ্যোতিসেন স্থবির ।
প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন, রামু উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও প্রজ্ঞামিত্র ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা পরিবেণের পরিচালক ভদন্ত শীলমিত্র থের ।
বিশেষ সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের মহাচুলালংকরণ রাজ বিশ্ববিদ্যালয়ের এম.এ অধ্যায়নরত জ্যোতি আর্য ভিক্ষু ।
সকাল বেলায় পঞ্চশীল প্রার্থনা করেন অনুত্তর বড়ুয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন ধীমান বড়ুয়া মহোদয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিদর্শন বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন অনুত্তর বড়ুয়া । এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী আশিষ বড়ুয়া, নিবিড় বড়ুয়া ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়ন বড়ুয়া ও বিদর্শন বড়ুয়া।
অনুষ্ঠানের সভাপতি ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন থের মহোদয় বাংলাদেশী বৌদ্ধদেরকে একতাবদ্ধভাবে অবস্থান করার জন্য বিশেষ ভাবে বলেন। দল, মত নিকায় এর উর্ধে থেকে ধর্ম ও সমাজের কল্যাণের কাজ করার জন্য বিশেষ গুরুত্বারুপ করেন।
এছাড়াও প্রধান সদ্ধর্ম দেশক ভদন্ত শীলমিত্র থের মহোদয় সারজাহতে বাংলাদেশী বৌদ্ধদের জন্য একটা বিহার করার জন্য কাজ করে যাচ্ছেন এবং তাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও শুভ মাঘীপূর্ণিমা তিথির তাৎপর্য দেশনা করেন।
পরিশেষে জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় জল ঢেলে পুণ্যদান করা হয়।