আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি, রাংগুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, শাসনতিলক প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবির মহোদয়ের মহাসংঘদান, পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ অনুষ্ঠান রাংগুনিয়া কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে মহাসংঘদান অষ্টপরিষ্কার দান, ধর্মসভা, অতিথি ভোজন, স্মৃতিচারণ, প্রয়াত পণ্ডিত মহাথেরোর নির্বাণসুখ ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা-সহ দিনব্যাপী নানা অনুষ্ঠান পালিত হয়েছে।
সকালে অষ্টপরিস্কারসহ সংঘদানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত ইন্দাচারা মহাস্থবির। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রফেসার ড. জিনবোধি মহাস্থবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থের। সঞ্চালনায় করেন বিজয় তালুকদার টিপু ও সৈকত তালুকদার।
বিকেল বেলা পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন মহামান্য উপ-সংঘরাজ ,শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাস্থবির।
প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সভাপতি ড. জ্ঞানরত্ন মহাস্থবির। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সংঘপ্রিয় মহাস্থবির, সাধারণ সম্পাদক পূর্ণাচার ভিক্ষু সংসদ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের, অধ্যক্ষ আধারমানিক নিগ্রোধারাম বিহার, হাটহাজারীর আঞ্চলিক সংঘ প্রধান ভদন্ত শীলরক্ষিত মহাথের, কুমিল্লা নব শালবন বিহা্রের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের, নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের,ভদন্ত ধর্মানন্দ মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের দেশনা করেন।
সঞ্চালনা করেন পাপেল তালুকদার ও সুজিত তালুকদার।
উল্লেখ্য শাসনতিলক প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবির ৭৯ বছর বয়সে গত ১১ জানুয়ারী শনিবার সকাল ৮.৫০ মিনিটে বক্ষরোগ ও শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশনারিস হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি পরলোক গমন করেন।
আগামী ২৫, ২৬ ও ২৭ মার্চ ২০২০ ইংরেজি, বুধ, বৃহ, শুক্রবার প্রয়াত মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান রাংগুনিয়া কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে অনুষ্ঠিত হবে।