আগামীকাল ৭ই ফেব্রুয়ারি, শুক্রবার রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি, রাংগুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, শাসনতিলক প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবির মহোদয়ের পেটিকাবদ্ধ অনুষ্ঠান রাংগুনিয়া কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকালে অষ্টপরিস্কারসহ সংঘদানে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত ইন্দাচারা মহাস্থবির। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রফেসার ড. জিনবোধি মহাস্থবির। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. সুমনাপাল স্থবির, ভিজিটর প্রভাষক কোলকাতা বিশ্ববিদ্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থের।
বিকেল বেলা পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করবেন মহামান্য উপ-সংঘরাজ ,শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাস্থবির।
প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সভাপতি ড. জ্ঞানরত্ন মহাস্থবির। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. সংঘপ্রিয় মহাস্থবির, সাধারণ সম্পাদক পূর্ণাচার ভিক্ষু সংসদ।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করা হয়েছে।