“নতুন প্রজন্ম,নতুন দিগন্ত-নতুন পথের সন্ধানে” এই শিরোনামে ভারতের কোলকাতার শান্তি নিকেতনে আগামী ৮,৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ যুব উৎসব-২০২০।
এই বর্ণাঢ্য যুব উৎসবে ভারতে বিভিন্ন বৌদ্ধ যুব সংগঠনের যুব প্রতিনিধি এবং কোলকাতার সর্বস্তরের বৌদ্ধ যুব সম্প্রদায় অংশগ্রহণ করবে।বৌদ্ধ ধর্ম,দর্শন, সমাজ,সংস্কৃতি,অর্থনীতিকে আরো বেগবান ও বিকশিত করার লক্ষ্যে যুব সমাজের নিজস্ব স্বপ্ন,আশা,উচ্চাকাঙ্ক্ষা,ধ্যান-ধারণা,মেধা,মননের মাধ্যমে উদ্ভাসিত করার প্রত্যয়ে এই যুব উৎসবের আয়োজন।সময়ের প্রয়োজনে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই মহতী আয়োজনে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ইউএসটিসি এর সাবেক ভিসি প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান বাবু নৃপতি রঞ্জন বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ভাইস চেয়ারম্যান বাবু প্রমথ বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার বড়ুয়া,খলিলমীর কলেজের অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু।
অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করবেন রূপম মুৎসুদ্দী টিটু। অনুষ্ঠান মূল উদ্যোক্তা আহবায়ক ভিক্ষু বোধিপাল,ভদন্ত বিনয়শ্রী ভিক্ষু,ভদন্ত ড. বুদ্ধপ্রিয় ভিক্ষু এবং বাবু অভিজিৎ চৌধুরী। পশ্চিমবঙ্গের বৌদ্ধ যুবক-যুবতী সম্প্রদায় নিজেদের হাজার বছরের কৃষ্টি,সভ্যতা,ইতিহাস,ঐতিহ্যের আলোয় স্নাত হয়ে নতুন দিগন্ত সৃজন করবে এই যুব উৎসবের মাধ্যমে এই শুভ কামনা রইলো।