1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

শিক্ষায় একুশে পদক পাচ্ছেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া

প্রতিবেদক
  • সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৮৬ পঠিত
শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবারের একুশে পদকে ভূষিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ব¦বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব বৌদ্ধ নেতা, বহু সংগঠনের জনক, বিশিষ্ট শিক্ষাবিদ, বৌদ্ধ গবেষক, বিশ্ব বৌদ্ধ নেতা, বহু সংগঠনের জনক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ (যুব) এর প্রাক্তন উপদেষ্টা, বৌদ্ধ সমাজ চিন্তাবিদ, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ডক্টর প্রণব কুমার বড়ুয়া।
 
এবারের একুশের পদক পাচ্ছেন যারা
 

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ২১ গুণীজনকে একুশে পদক-২০২০ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৫ ফেব্রুয়ারি)  সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একুশে পদকপ্রাপ্তদের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ভাষা আন্দোলনে মরণোত্তর মরহুম আমিনুল ইসলাম বাদশা।

শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক।

শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান।

শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন।

শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মরহুম হাজি আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার, মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।

সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)।

গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।

শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম।

সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।

চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

প্রতিষ্ঠান

গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

 
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।
 
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সফলতা গল্প
জন্ম ১৯৪৫ সালের ১১ ফেব্রুয়ারি রাউজানের আবুরখীলে । পুণ্যশীলা রত্নগর্ভা মল্লিকা রানী বড়ুয়া তাঁরই গর্ভধারিনী মা।তাঁর বাবা সমাজনেতা কৈলাশ চন্দ্র বড়ুয়া ।
রাউজানের আবুরখীল অমিতাভ সরকারী প্রাথমিক বিদ্যালয়েই হাতেখড়ি। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের পাঠ শেষে নিলেন ডক্টর ডিগ্রী। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও গবেষক ।
বিশ্ব বৌদ্ধ জগতে বুদ্ধের ধর্মের সমৃদ্ধিতে, শান্তি স্থাপনের প্রচেষ্টায় বহু সংগঠনের উপদেষ্টা, অফিস প্রধান, সদস্য হিসেবে বুদ্ধ সাসনের উন্নয়নে পেশাগত, শিক্ষাগত এবং সামাজিক প্রজ্ঞান অবদান এবং সুদীর্ঘ  ৫০ বৎসর ধরে বৌদ্ধ ধর্মের সমৃদ্ধিতে শ্রীমৎ অনাগরিক ধর্মপাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জাতীয়, ধর্মীয়, সামাজিক এবং শিক্ষা কর্মসূচীতে সমর্থক হিসেবে প্রভূত অবদান রাখেন।
Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!