চট্টগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর তৃতীয় শাখা রাউজানে গঠন করা হয়েছে।
বুদ্ধের আদর্শিক ধ্যান-ধারণাকে ধারণ করে, সুন্দর ও মানবিক সামাজিক ও ধর্মীয় কাজে নিজেদের সমুন্নত রাখতে সম্যক রাউজান শাখার পথচলা শুরু হয়েছে।
সে পথ চলার প্রারম্ভে এক ঝাঁক তরুণ তরুণীদের নিয়ে সম্যক রাউজান শাখার কার্যকরী কমিটি এক বছরের জন্য মনোনীত করা হয়েছে।
অভি বড়ুয়া কে সভাপতি করে এবং অভিষেক বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য বৃন্দ যেসব পদের জন্য মনোনীত হয়েছেন তাহলো সহসভাপতি পলাশ বড়ুয়া, যুগ্ন সহ-সভাপতি অজয় বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক নীলান্ত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অঙ্কন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, অর্থ সম্পাদক হ্রদিতা বড়ুয়া, সহ অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর বড়ুয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বড়ুয়া(আধারমানিক), সামাজিক ও জনসম্পর্ক বিষয়ক সম্পাদক ঐশী বড়ুয়া, সহ-সামাজিক ও জনসম্পর্ক বিষয়ক সম্পাদক পল্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক অমিত বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক রিমেল বড়ুয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সংগিতা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অর্পূব বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক শান্ত বড়ুয়া (হোয়ারাপাড়া), সদস্য সচিব উৎস বড়ুয়া, সহ সদস্য সচিব তিশা বড়ুয়া, কার্যকরি সদস্য হিসাবে মনোনিত হন, প্রান্ত বড়ুয়া, জয় বড়ুয়া, আপন বড়ুয়া, জেরিন বড়ুয়া, গৌতম বড়ুয়া, রাহুল বড়ুয়া ও জয় বড়ুয়া।