রাউজান থানার অন্তর্গত প্রাচীনতম ঐতিহ্যবাহী গহিরা জেতবনারাম বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল স্থবির’র মহাস্থবির বরণোৎসব অনুষ্ঠান আগামী ৩০ ও ৩১শে জানুয়ারি দুইদিন ব্যাপি মহাসমারোহে রাউজানের গহিরা জেতবনারাম বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
৩০ জানুয়ারি ২০২০ইং বৃহস্পতিবার প্রথম দিনে বিকেল ২ টায় মংগল শোভা যাত্রা । সন্ধ্যায় মংগল প্রদীপ প্রজ্জলন, ফানুস উত্তোলন, আতসবাজি প্রদর্শন। রাত ৭ টায় পালটা কীর্তন অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারি ২০২০ইং শুক্রবার শেষ দিনে সকালে অষ্টপরিস্কারসহ সংঘদানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভদন্ত সত্যপাল মহাস্থবির, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা। সভাপতিত্ব করেন ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির, অধ্যক্ষ পশ্চিম আধারমানিক নিগ্রোধারাম বিহার, রাউজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাস্থবির, সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।
বিকেল বেলা মহাস্থবির বরণ ও সদ্ধর্মসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য উপ-সংঘরাজ ,শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথেরো।
এতে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শ্রুতিধর ড. শীলানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সভাপতি ড. জ্ঞানরত্ন মহাথেরো। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থের মংগলাচরন করেন ভদন্ত চন্দ্রবংশ ভিক্ষু।
অন্যান্যদের মধ্যে ভদন্ত কুশলায়ন মহাথের , , ভদন্ত শাসনানন্দ মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত জিনালংকার মহাথের,ভদন্ত বোধিপাল মহাথের প্রমুখ দেশনা করেন।