রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ শাসন তিলক প্রয়াত ভদন্ত বিমলজ্যোতি মহাস্থবিরের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তিনি বিহারে গিয়ে তার মরদেহে পুষ্পস্তবক অর্পন করেন। পরে বিহারের সভায় বক্তব্যে তিনি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার ভক্ত ও অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, পৃথিবীতে যারা জ্ঞানী-গুণী ও মহৎ তারা সবসময় নন্দিত ও পূজিত হয়। তেমনি ক্ষণজন্মা প্রয়াত মহাস্থবির’র দীর্ঘ কর্মজীবন পরিক্রমা সৌরভে গৌরবে সমুজ্জ্বল হয়ে থাকবে।’
এ সময় চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার সহ রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘ, ও বৌদ্ধ জনসাধারণ। পরে সেখানে রাখা শোক বইয়ে সাক্ষর করেন।