শুক্রবার (৩১ জানুয়ারি ) ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে মানবিক চেতনায় উদ্বুদ্ধ প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ উপলক্ষে থাইল্যান্ড থেকে আনিত বুদ্ধ প্রতিবিম্ব দান সেলাই মেশিন বিতরণ ও স্বধর্মদেশনা অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলাচরণ ও প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ বড়ুয়া।
প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আকাশ বড়ুয়া বাবুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোমিও হলের ম্যানেজিং ডিরেক্টর লায়ন মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী । সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল কান্তি চৌধুরী (সিনিয়র উপ কমিশনার পুলিশ গোয়েন্দা বিভাগ পশ্চিম চট্টগ্রাম। )ও উৎফুল বড়ুয়া ( অফিসার ইনচার্জ পতেঙ্গা মডেল থানা )।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথুন বড়ুয়া (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ), টিংকু বড়ুয়া ( যুগ্ন সাধারণ সম্পাদক কোতোয়ালী থানা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর), সুদীপ বড়ুয়া (মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ সমিতি ) , কানন চৌধুরী (কার্যকরী সদস্য কোতোয়ালী থানা আওয়ামী লীগ )উৎফুল্ল বড়ুয়া ( যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ ঢাকা) , রাজন বড়ুয়া (উপদেষ্টা, প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন )। স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ বড়ুয়া ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেতন মুৎসুদ্দী ও সেঁজুতি বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য ও সদস্যাবৃন্দ যথাক্রমে সুমিত বড়ুয়া পুলক বড়ুয়া মসজীব বড়ুয়া ,জনি বড়ুয়া টুমেন বড়ুয়া ,প্রান্ত বড়ুয়া ,প্রীতি বড়ুয়া ,রোমেন বড়ুয়া, সৌরভ বড়ুয়া, প্রগতি বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।
স্বধর্মদেশনা প্রদান করেন পূজনীয় সাধনানন্দ মহাস্থবির (বনভান্তের)সুযোগ্য শিষ্য সুদেশক পরম শ্রদ্ধেয় শ্রীমৎ মেত্তাবংশ স্থবির মহোদয়।
পরিশেষে সবার মঙ্গল কামনায় বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ জল উৎসর্গের মধ্যে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।