আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসম্পাদক, ধর্মদুত সোভিতানন্দ থের’র মহাথের বরণ আজ বৃহস্পতিবার ৩১ জানুয়ারী থেকে ২ দিনব্যাপী রাউজানের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে।
৩০ জানুয়ারি ২০২০ইং বৃহস্পতিবার প্রথম দিনে বিকেল ২ টায় আবুরখীলের প্রয়াত সংঘনায়ক ও সংঘমনীষাদের স্মৃতিচারণ সভা। স্মৃতিচারণ সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। প্রধান বক্তা থাকবেন সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
সন্ধ্যা ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যনেল আই সেরা কন্ঠের কন্ঠ জনি বডুয়া , চৈতী মুৎসুদ্দী ও স্থানীয় শিল্পী বৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন ।
৩১ জানুয়ারি ২০২০ইং শুক্রবার শেষ দিনে সকালে অষ্টপরিস্কারসহ সংঘদান।
বিকেল বেলা মহাথের বরণ ও সদ্ধর্মসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন রাজনিকায় সংঘনায়ক উ :পামোক্ষা মহাথের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি , সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সহসভাপতি বুদ্ধপ্রিয় মহাথের, । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. প্রনব কুমার বড়ুয়া ,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন স্যার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তর কুমার বড়ুয়া।
সন্ধ্যা সাড়ে ৭ টায় মঞ্চ নাটক “স্বপ্নের সমাধি পরিবেশিত হবে।
উক্ত পুণ্যময় অনুষ্ঠানের আপনাদের উপস্থিত একান্ত ভাবে কামনা করছেন মহাথের উদযাপন পরিষদ।