ভিন্নধারার বুদ্ধ চর্চার নান্দনিক কাগজ বিবর্তনের বার্তা সম্পাদক , বিশ্ব শান্তি প্যাগোডার উপাধ্যক্ষ ভদন্ত ধম্মবোধি ভিক্ষুর পিতা প্রিয়তোষ বডুয়া পরলোকগমন করেন। (অনিচ্চা বথ সাংখারা…..)
আজ শনিবার ২৫ জানুয়ারী দিবাগত রাত ১টায় হাটহাজারীর জোবরা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
এদিকে তার অনিত্য সভা গ মহামান্য উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির মহোদয়ের সভাপতিত্বে এবং হাটহাজারি অঞ্চলের আঞ্চলিক সংঘ প্রধান ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির মহোদয়ের উদ্ধোধনী ভাষনের মধ্যদিয়ে অনিত্য সভা সুগত বিহারে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি রাংগুনিয়া ভিক্ষু সমতির সভাপতি ভদন্ত ধর্মসেন মহাস্থবির এতে উপস্থিত ছিলেন ভদন্ত শাসননান্দ মহাস্থবির, ভদন্ত দীপানন্দ মহাস্থবির, অনুরুদ্ধ মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, অধ্যাপক সুনন্দ মহাস্থবির, ধর্মবংশ মহাস্থবির, প্রজ্ঞাতিলক স্থবির, বুদ্ধপাল স্থবিরসহ মহান ভিক্ষু সংঘ।