চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত বৌদ্ধদের তীর্থস্থান ঠেগরপুনি গ্রামে ভদন্ত প্রজ্ঞাসার স্থবিরের “ মহাস্থবির” বরণ উৎসব আগামীকাল শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ঠেগরপুনি সার্বজনীন সংঘরাজ শাক্যমুনি বিহার প্রাঙ্গনে অনুষ্টিত হবে।
মুক্তিযোদ্ধা সম্মাননা, কৃতি সংবর্ধনা, বৈকালিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি জনাব সামশুল হক চৌধুরী , হুইপ ও সাংসদ পটিয়া ১২ সহ দেশ বিদেশের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এতে উদযাপন পরিষদের সভাপতি ড. সংঘপ্রিয় মহাস্থবির ও সাধারণ সম্পাদক জয়দত্ত চৌধুরীর পক্ষে শিবা চৌধুরী সকল বৌদ্ধ ধর্মাবলাম্বী নর-নারীর উপস্থিতি আশা করছেন।