আগামীকাল ২৩ ও ২৪ জানুয়ারি ২০২০ইং বৃহস্পতিবার ও শুক্রবার হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী রুদ্রপুর ধর্ম রত্ন বিহার প্রাংগণে হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক, রুদ্রপুর ধর্ম রত্ন বিহারের অধ্যক্ষ, ত্রিপিটক বিশারদ ভদন্ত দীপানন্দ স্থবিরের দুইদিন ব্যাপী মহাস্থবির বরণ অনুষ্ঠান আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে।
২৩ জানুয়ারি ২০২০ইং বৃহস্পতিবার প্রথম দিনে সকাল বেলা মংগল শোভা যাত্রা । বিকেলে সদ্ধর্মসভা ও মহাস্থবির বরণ অনুষ্ঠানের শুভ সূচনায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বিনয়পাল মহাস্থবির, অধ্যক্ষ মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার। সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি, শিক্ষাবিদ ভদন্ত শাসনানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থাকবেন গুমানমদ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মুজিব। প্রধান ধর্ম দেশক থাকবেন সত্যপাল মহাস্থবির, অধ্যক্ষ গহিরা জেতবনারাম বিহার।
২৪ জানুয়ারি ২০২০ইং শুক্রবার শেষ দিনে সকালে অষ্টপরিস্কারসহ সংঘদানে সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শ্রুতিধর ড. শীলানন্দ মহাথের।
আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারীর নব আঞ্চলিক সংঘ প্রধান অনাথ পিতা , কর্মযোগী শীলরক্ষিত মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাস্থবির, সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, অধ্যক্ষ পশ্চিম গহিরা শান্তিময় বিহার।
বিকেল বেলা মহাস্থবির বরণ , সংবর্ধনা ও সদ্ধর্মসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য উপ-সংঘরাজ ,শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথেরো।
এতে সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সভাপতি ড. জ্ঞানরত্ন মহাথেরো। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রফেসার ড. জিনবোধি মহাস্থবির। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থেরো মহোদয়।
উক্ত পুণ্যময় অনুষ্ঠানের আপনাদের উপস্থিত একান্ত ভাবে কামনা করছেন মহাস্থবির উদযাপন পরিষদ।