সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব এবং রাউজান সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত “বিপুলসেন স্থবির” মহোদয়ের মহাস্থবির বরণোৎসব গত ১৬ ও ১৭ জানুয়ারি ২০২০ খ্রিঃ রোজ বৃহস্পতি ও শুক্রবার রাউজান সার্বজনীন বৌদ্ধ বিহার চত্বরে অনুষ্ঠিত হয় ।
মহাস্থবির বরণোৎসব উপলক্ষে আয়োজিত ২য় দিনের বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের চারবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ও সুমন কল্যাণ বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, তাপস বড়ুুয়ার যৌথ সঞ্চালনায় আর্শীবাদক ছিলেন অধ্যক্ষ উপ-সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির, উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির। উদ্বোধক ছিলেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির। মূখ্য আলোচক ছিলেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সম্মানীত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন, প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাস।
বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি সাধন কান্তি বড়–য়া, কার্যকরী সভাপতি তরুন কান্তি বড়ুয়া, প্রধান সমন্বয়কারী শচী ভূষণ বড়ুয়া, সাধারন সম্পাদক মিন্টু কুমার বড়ুয়া, অর্থ সচিব কমল বড়ুয়া, দোলন বড়ুয়া, মাদল বড়ুয়া, তীর্থংকর বড়ুয়া।