বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী মিঃ প্রমথ বড়ুয়ার সহধর্মিণী অলকা রানী বড়ুয়া আর নেই। আজ শুক্রবার সন্ধ্যে ৭ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে য়াওয়া হয়।সেখানে তিনি মত্যুবরণ করেন। (অনিচ্চা বথ সাংখারা…..)
মৃত্যুকালে তার স্বামী, এক পুত্র ও কন্যা, পুত্রবধু, নাতি নাতনি ও অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান। বৌদ্ধ সমাজের ও ধর্মের অভিবৃদ্ধি ও সংরক্ষণে তারা স্বামী ও স্ত্রী একত্রে অসামান্য অবদান রেখেছেন। তার মরদেহ বর্তমানে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আনা হয় ।
মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রথম অনিত্যসভা অনুস্ঠিত হয় এবং রাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবে। আগামীকাল তাদের গ্রামের বাড়ীতে হাজারীরচরে তার শেষকৃত্যানুস্ঠান অনুস্ঠিত হবে।
বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের পক্ষ থেকে চিত্ত-চ্যুতি প্রবাহের উর্ধগতি কামনা করে পূণ্যদান করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে