পটিয়ায় সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের প্রভাতী বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত পটিয়া কেন্দ্রে ৩১৫ জন এবং চট্টগ্রাম কেন্দ্র ১১০ জন পরীক্ষার্থী অংশ নেন।
গতকাল শুক্রবার পটিয়া “খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে “আয়োজিত বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞানন্দ মহাস্থবির, সাধারন সম্পাদক ড. সংঘপ্রিয় মহাথেরো, সোমানন্দ মহাস্থবির, প্রজ্ঞাসার মহাস্থবির, মুক্তিযোদ্ধা মূনাল কান্তি বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক থাপা বড়ুয়া, সুনিল বড়ুয়া, অধ্যাপক অভিজিৎ বড়য়া মানু, মনোরঞ্জন বড়ুয়া, প্রধান শিক্ষক উদয়ন কুমার বড়য়া, অধ্যাপিকা তৃষ্ণা বড়ুয়া, অলোক বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, রূপানন্দ স্থবির, এইচ শীলজ্যোতি স্থবির, সুমনতিষ্য স্থবির, রতনানন্দ স্থবির, শীলমিত্র ভিক্ষু, জয়সেন ভিক্ষু, সুনন্দপ্রিয় ভিক্ষু, সুনিতানন্দ ভিক্ষু, বিনয়ানন্দ ভিক্ষু, বুদ্ধসেবক ভিক্ষু, প্রিয়বোধি স্থবির।
এ সময় সুষ্টভাবে সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য পরীক্ষা উপ-কমিটি’র চেয়ারম্যান-সচিব যথাক্রমে জ্ঞানজিৎ স্থবির ও শীনপাল স্থবির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।