দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ বুড্ডিস্ট ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসম্বের) জোহানেসবার্গ শহরের লাম রিম তিব্বতিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয়। ফোরামের অন্যতম সংগঠক চিরঞ্জীব বড়ুয়া ও এ্যানি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শৈবাল বড়ুয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড্ডিস্ট মংক মি. গেসে লবসং দন্দুপ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামরিম তিব্বতিয়ান সেন্টারের ট্রাস্টি মি. ফিলিপ ওয়াসি, দি দালাইলাম প্রতিনিধি মি. নঙদুপ দর্জি, ফোরামের সাবেক সভাপতি বাবুল বড়ুয়া ও শাপলা টিভির প্রধান নির্বাহী নোমান মাহমুদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব বিকন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি পলটু বড়ুয়া, সহ-সভাপতি রূপায়ন বড়ুয়া, ফোরামের অন্যতম নেতা তাপস বড়ুয়া রনি, কল্লোল বড়ুয়া, লাভলি বড়ুয়া, সোমা বড়ুয়া প্রমুখ।
সভায় ফোরামের উপদেষ্টা ডা. মৃদুল বড়ুয়াসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ফোরামের নেতৃবৃন্দ।
এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের নাচ, গান পরিবেশন করেন রূপায়ন বড়ুয়া, শৈবাল বড়ুয়া, অ্যাপোলো বড়ুয়া, সোমা বড়ুয়া, এ্যানি বড়ুয়া, লাভলি বড়ুয়াসহ অনেকে।