আবাল্য ব্রক্ষচারী,অনাথের নাথ,হাটহাজারীর আঞ্চলিক সংঘপ্রধান,মির্জাপুর শান্তিধাম বিহারের অধ্যক্ষ, কর্মযোগী ,সংঘদিশারী আর্য্যশ্রী মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার (২৭ ডিসেম্বর) হাটহাজারীর মির্জাপুর শান্তিধাম বিহারে অনুষ্ঠিত হয়।
সকালে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্বধর্ম সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ শ্রুতিধর ড. শীলানন্দ মহাথের। সভাপতিত্ব করেন হাটহাজারীর নব আঞ্চলিক সংঘ প্রধান অনাথ পিতা , কর্মযোগী শীলরক্ষিত মহাথের। উদ্বোধক হিসেবে সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি, শিক্ষাবিদ ভদন্ত শাসনানন্দ মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে ফটিকছড়ি অঞ্চলের আঞ্চলিক সংঘ প্রধান শ্রদ্ধালংকার মহাথের। প্রধান ধর্ম দেশক ছিলেন মৈত্রীপ্রিয় মহাথের, অধ্যক্ষ পশ্চিম গহিরা শান্তিময় বিহার।
বিকেল বেলা অনিত্যসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শাসন শোভন, উপসংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাথের। সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের।
প্রধান অতিথি হিসেবে চট্রগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম,এ সালা্ম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ , চট্রগ্রাম উত্তর জেলা। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির। মুখ্য আলোচক ড. সংঘপ্রিয় মহাস্থবির, অধ্যক্ষ পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার। প্রধান ধর্মদেশক হিসেবে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস, লোকজিত স্থবির প্রমুখ আলোচনায় অংশ নেন।