বৌদ্ধদের প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক প্রকাশনা ও গবেষণা সংস্থা ত্রিপিটক রিসার্চ সোসাইটির কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সোসাইটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উজ্জ্বল বড়ুয়া বাসুকে সভাপতি, ভদন্ত মুদিতারত্ন ভিক্ষুকে কার্যকরী সভাপতি, সুজন মুৎসুদ্দীকে সাধারণ সম্পাদক ও সৈকত বড়ুয়াকে অর্থ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদিত হয়। এতে অন্যান্য যারা বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন তারা হচ্ছেন তমাল কান্তি বড়ুয়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সৈকত বড়ুয়া(২) ও প্রিটুল বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক রনি বড়ুয়া ও সৈামেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জিতেন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক দিবাকর বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক লিপটন বড়ুয়া, ধর্মীয় সম্পাদক আশুতোষ বড়ুয়া, সহ-ধর্মীয় সম্পাদক মামুন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রিজয় চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রীতম বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক বাসুদেব বড়ুয়া, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সোমা বড়ুয়া রিমি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুপ্তা বড়ুয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মিলা বড়ুয়া, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক উপদেশ বড়ুয়া, সহ-সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক তিলক বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত এস.প্রিয়পাল ভিক্ষু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শংকর বড়ুয়া শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অঞ্জন সিংহ প্রভাত, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ড্যানি বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনি বড়ুয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌরভ বড়ুয়া, হিসাব নিরীক্ষক সম্পাদক সনজিত বড়ুয়া, সহ-হিসাব নিরীক্ষক সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক শৈবাল বড়ুয়া, সহ-পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক লিংকন বড়ুয়া, দপ্তর সম্পাদক রুপন বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক মিশন বড়ুয়া।
এছাড়াও কার্যকরী সদস্যবৃন্দরা হলেন : লিমন বড়ুয়া, ঊর্মি বড়ুয়া, সুমিতা বড়ুয়া, পারমিতা বড়ুয়া, সুদেষ্ণা বড়ুয়া, সেঁজুতি বড়ুয়া, ডা: সুপ্তম বড়ুয়া, মৌমিতা বড়ুয়া, পিংকি বড়ুয়া, বিজয় বড়ুয়া, নয়ন বড়ুয়া, ইলা মুৎসুদ্দি, দীপ্ত বড়ুয়া, সুমনা বড়ুয়া, সজীব বড়ুয়া, রিগ্যান বড়ুয়া (১), পাঁপড়ি বড়ুয়া, রিগ্যান বড়ুয়া (২), রুবেল বড়ুয়া।
সভায় আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে তিন শতাধিক বিহারে বিনামূল্যে দ্বিতীয় পর্বের ত্রিপিটক বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।