রবিবার (১০ নভেম্বর )যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস্টেটের চং ইয়েন বিহারের সভাপতি পণ্ডিতপ্রবর ভদন্ত ভিক্ষু বোধি মহাথের।
বিপুলসংখ্যক ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রথম পর্বে পঞ্চশীল, বুদ্ধপূজা, পরিত্রাণ প্রার্থনা, সূত্র পাঠ, সংঘ দান, অষ্টপরিষ্কর দান এবং ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ হয়। এরপর মধ্যাহ্ন ভোজন শেষে সাধুবাদ উচ্চারণ ধ্বনিতে পুষ্পিত শ্রদ্ধায় ভিক্ষু সংঘকে বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুভ সূচনা হয়।
এই পর্বে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলাচরণ শেষে উদ্বোধনী সংগীত, স্বাগত ভাষণ, ভিক্ষু সংঘ ও অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান, প্রধান অতিথির ভাষণ, চীবর পরিক্রমা, বুদ্ধ বিম্ব, কল্পতরু উৎসর্গ, শ্রীমৎ ভিক্ষু বোধি মহাথের, কণ্ডল মহাথের, বুনথুন মহাথের, জ্ঞানরত্ন মহাথের, সত্যানন্দ থের, ঋত্বিসান থের, তিলকানন্দ থের, উ-সুবানা থের এবং চং রাই থের প্রমুখ ভিক্ষু সংঘ কর্তৃক কর্মবচন পাঠ প্রক্রিয়ায় কঠিন চীবর দান পর্ব উৎসর্গ করা হয়।
দিনব্যাপী কর্মসূচি শেষে ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রের প্রধান ভদন্ত সত্যানন্দ থেরো উপস্থিত অতিথি ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ এবং মৈত্রীপুর্ণ আশীর্বাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।