অংশে প্রু মারমা অংশে:
খাগড়াছড়ি কমলছড়ি ঐতিহ্যবাহী ধর্মসুখ বৌদ্ধ বিহারের মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে থেরবাদী বৌদ্ধদের মহান দানোত্তম কঠিন চীবর দান।
বছরের একবার মাসে একদিন বৌদ্ধদের শ্রেষ্ঠতম দানোৎসব অনুষ্ঠিত হয় বিভিন্ন বৌদ্ধ বিহারে।সে দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান হাজারো দায়ক/দায়িকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৮ নভেম্বর ২০১৯ ইং রোজঃ শুক্রবার সারাদিনব্যাপী দানানুষ্ঠানে “ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ ” এর প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুসংঘের উপস্থিতিতে সভাপতিত্ব করেন পরম পূজনীয় ভদন্ত চাইন্দাসারা মহাথেরো,আর্শীবাদ হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো ও দানোত্তম কঠিন চীবর দানোৎসবের একক স্বধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে স্বধর্মদেশনা প্রদান করেন সুকণ্ঠের অধিকারী, বর্তমান সময়ের উদয়মান সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত পয়ঞাসারা স্থবির মহোদয়।
সকালবেলা কর্মসূচীতে ছিল বুদ্ধ পূজা,অষ্টউপকরণসহ অত্র বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত সুগন্ধা মহাথেরো উদ্দেশ্যে মহাসংঘদান। সন্ধ্যায় প্রদীপ পূজা ও তাবতিংস স্বর্গের বুদ্ধের ধাতু জাদী উদ্দেশ্য ফানুস উত্তোলন করা