1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

“দি মারমা কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ত্রিবার্ষিক সভা

প্রতিবেদক
  • সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৯৬৫ পঠিত

অংশে প্রু মারমা অংশে:

খাগড়াছড়ি জেলা একমাত্র মারমা সম্প্রদায়ের আর্থসাসাজিক উন্নয়নের ক্ষুদ্র ঋণ বিতরণ প্রতিষ্ঠান “দি মারমা কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ “।

অদ্য ৮ নভেম্বর ২০১৯ উক্ত ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বাবু সুইচিংপ্রু মারমা সঞ্চালনের অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের ত্রি- বার্ষিক কৌশলগত পরিকল্পনা প্রনয়ন ও পঞ্চবার্ষিক সভা।

বাবু কংজাই মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শুরুতে পবিত্র ত্রিপিটক পাঠ করেন প্রতিষ্ঠানে মাঠকর্মী বাবু ক্যহ্লামং মারমা।উক্ত সভা পাড়া উপ কমিটি সদস্য / সদস্যা বৃন্দ বক্তব্য প্রদান করেন।প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বাবু সুইচিংপ্রু মারমা তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানে ২০১৯-২০২০ হতে ২০২১-২০২২ অর্থবছরে কৌশলগত পরিকল্পনা প্রনয়ন ও লক্ষ্যমাত্রা চ্যার্ট সকল সদস্য মাঝে উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন – আগামীতে মারমা ছাত্র/ ছাত্রীদের মাঝে (সদস্য অন্তর্ভুক্ত) শিক্ষা বৃক্তি প্রদানে পদক্ষেপ গ্রহণে কথা জানান।মারমা জাতিস্বত্তা অার্থসামাজিক উন্নয়নে জন্য আগামী অর্থবছরে মানিকছড়ি উপজেলা সহ আরো ৩(তিন)টি ( রামগড়,গুইমারা ও লক্ষীছড়ি) উপজেলা সম্প্রসারণের হবে বলে জানান।মারমা জাতির উন্নতি কল্পের উক্ত ক্রেডিট ইউনিয়নের সহযোগিতার হাত বাড়াতে সকলে প্রতি আহ্বান জানান।আগামীতে ইউনিয়নে মূলধন ৫ কোটি টাকা স্বপ্নের কথা ব্যক্ত করেন নির্বাহী পরিচালক বাবু সুইচিংপ্রু মারমা। উল্লেখ্য যে,বিগত ৫ বছর আগে ২০১৪ সালে ২ রা আগস্ট মাত্র ৩২০/- টাকা মূলধন ও ১১/১২ জন উদ্যমী সদস্যদের নিয়ে মারমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আনার লক্ষ্যে বাবু সুইচিংপ্রু মারমা”দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ” নামে মানিকছড়ি উপজেলা গচ্ছাবিল নামক গ্রামে যাত্রা শুরু করেন।৫ বছরের সংগঠনের মূলধন দাঁড়িয়েছে ৯০ লক্ষাধিক আর সদস্যদের সংখা দাঁড়িয়েছে ১১,০০ জন।আগামী অর্থবছরের মূলধন ৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে চায় বলে নির্বাহী পরিচালক স্বপ্ন।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!