1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ কঠিন চীবর দান

প্রতিবেদক
  • সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫১২ পঠিত

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাজধানীর কমলাপুরস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  থাইল্যান্ড থেকে আগত World Alliance of Buddhist এর সভাপতি Most Ven. Dr. Pornchai Palawadhammo Pinyapong, বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংসদ বাসন্তী চাকমা, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডঃ প্রণব কুমার বড়ুয়া, শহীদ সোরোওয়ার্দী হাসপাতাল ও কলেজের পরিচালক প্রফেসর ডঃ উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।

দেশনায় অংশগ্রহণ করেন রাজগুরু অভয়ানন্দ মহাথের, অধ্যাপক উপানন্দ মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের প্রমুখ ভিক্ষুসংঘ।

অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘের উর্ধতন সহ-সভাপতি ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অশোক কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি স্বপন কুমার বড়ুয়া চৌধুরী, পূর্বাহ্ণে স্বাগত ভাষণ দেন সংঘের মহাসচিব পি. আর. বড়ুয়া, উদযাপনী পরিষদের সভাপতির ভাষণ দেন প্রফেসর ডঃ বিমান চন্দ্র বড়ুয়া, সম্পাদকীয় রিপোর্ট পাঠ করেন মিল্টন বড়ুয়া। সমগ্র অনুস্ঠান উপস্হাপন করেম সংঘের যুগ্ম মহাসচিব প্রফেসর ডঃ সুমন কান্তি বড়ুয়া ও সাংগঠনিক সচিব অনুপম বড়ুয়া।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!