চহ্লামং মারমা(চহ্লা) থানচি(বান্দরবান) প্রতিনিধি:
থানচিতে ত্রিপুরা কল্যাণ সংসদ আয়োজনে লিয়ানা ত্রিপুরা(পপি) হত্যাকারী গ্রেপ্তারকৃত আসামী শাফিন ওমাইর কে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চশাস্তি দাবিতে মানবন্ধন করেছেন উপজেলা সর্বস্তরে জনসাধারণ ও সচেতন নাগরিক সমাজ। রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মৌন মিছিল বের করে শেষে উপজেলা প্রশাসন গোলঘর চত্বরে এসে মানবন্ধনে সমাবেত হয়।
ত্রিপুরা কল্যান সংসদে সভাপতি নসরাং ত্রিপুরা সভাপতিত্বে সংহতি বক্তব্য প্রদান করেন বিভিন্ন সম্প্রদায়ে নেতৃবৃন্দরা।
প্রসংগত: গত ১৮ অক্টোবর ঢাকায় নিজ কর্মস্থলে যাবার সময় প্রাইভেটকারে ধাঁক্কা নিহত হন লিয়ানা ত্রিপুরা (পপি)। সে থানচি উপজেলা মরিয়ন পাড়া বাসীন্দা আন্দ্রিজয় ত্রিপুরা ২য় কন্যা। বান্দরবান সরকারী কলেজে ডিগ্রী ২য় বর্ষে ছাত্রী ছিলেন তিনি।