আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কাটেও অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
গত শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর রূই আল মাছা হলে এই দানোৎসব অনুষ্ঠিত হয়।
“ওমান বৌদ্ধ সমিতি” কর্তৃক আয়োজিত সমিতির “৩০ বচ্ছর পূর্তি ও দানোত্তম শুভ কঠিন চীবর দানে” প্রধান সদ্ধর্ম দেশক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত শৈলেরঢেবার চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু অাদর্শীক প্রতিষ্ঠান ও শিষ্যের জনক, বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের
দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যে সকালে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা ও শীলগ্রহণ আর বিকালে ধর্মীয় আলোচনা, ভিক্ষুসংঘের উদ্দেশ্য চীবর দান, প্রদীপপূজা ও বিশ্বশান্তির জন্য সমবেত প্রার্থণা। সর্বশেষে ছিল কির্তনের দারুন আয়োজনও।
এসময় পূজনীয় ভিক্ষুসংঘ ও বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন, চীবর দান সব সময়ের মত আনন্দের ও গৌরবের। ওমান মুসলিম প্রধান দেশ, এমন একটি দেশে নিজ দেশের মত করে এতো আনন্দমুখর পরিবেশে দানোৎসব করতে পারাটা সত্যিই ভীষণ সৌভাগ্যের ।
তারা আরও বলেন, এমন সংস্কৃতি র নামই সম্প্রীতি। পরে চীবর উৎসর্গ শেষে সমবেত প্রার্থণায় দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়। দানোৎসবে বৌদ্ধ ধর্ম্বাবলম্বীরা ছাড়াও স্থানীয় ও অন্যান্য দেশের অধিবাসীরাও উপস্থিত ছিলেন।
মহোদয়। শ্রদ্ধেয় ভান্তের অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রবাসী বৌদ্ধদের বহুপ্রতীক্ষিত অায়োজন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সুচারুরূপে ৭০০ অধিক প্রবাসীদের মিলনের মধ্যদিয়ে অনুষ্ঠান সু্-সম্পন্ন হয়।