মঙ্গলবার (২৭ আগস্ট,২০১৯ ইং ) দুপুর ২ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিহারের ভিক্ষু ছাড়াও বৌদ্ধ দায়ক-দায়িকারা অংশ নেন মানব বন্ধন কর্মসূচিতে।
মানব বন্ধন চলাকালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাধারন সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর যগ্ন সম্পাদক ভদন্ত সুগত লংকার থের, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থের প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করা, বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা না দেওয়ার কারণে বার বার এসব ঘটনা ঘটে চলেছে। অতীতেও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনার তদন্ত ও যথাযথ বিচার এখনো পায়নি।
মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন বৌদ্ধ ভিক্ষুরা।
আমরা চাই না আর কোন বৌদ্ধ ভিক্ষুকে এভাবে নির্মমভাবে হত্যা করা হোক। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে এবং তদন্ত প্রক্রিয়াকে গতিশীল করতে আপনিও উক্ত মানববন্ধনে আহবান জানানো হয়।
উল্লেখ্য,গত ২৫ আগস্ট, ২০১৯ তারিখে কুমিল্লা, রেল লাইন গোমতি নদীর পাড়ে অমৃতানন্দ ভিক্ষু নামে (ভোটার আইডি কার্ড অনুসারে শুদ্ধো বিকাশ চাকমা) একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ভিক্ষুর মরদেহ গতকাল কুমিল্লা থেকে যাবতীয় প্রক্রিয়া শেষ করে রাঙ্গামাটিতে নেয়া হয়েছে।