বাংলাদেশ কলেজ-ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্ট এসোসিয়েশন’র রাঙ্গুনিয়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার নজরের টিলা সার্ব্বজনীন ধাতুরত্ন বিহারে অনুষ্ঠিত সংগঠনের রাঙ্গুনিয়া শাখার সভাপতি অভিজিৎ তালুকদার পাপেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ফায়া সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপংকর থের, উদ্বোধক ছিলেন সাংগঠনিক সম্পাদক সত্যানন্দ থের। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি ধর্মচক্র বিহারের উপাধ্যক্ষ নন্দবংশ ভিক্ষু।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রুপায়ন বড়ুয়া, আশিষ বড়ুয়া, এডভোকেট জয় বড়ুয়া, চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, রাঙ্গুনিয়া বৌধিবার্তা’র সিনিয়র সহ সভাপতি সুব্রত বড়ুয়া, রিপন মুৎসুদ্দী, সঞ্জয় বড়ুয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন বড়ুয়া, সাধারণ সম্পাদক সপু বড়ুয়া।
সংগঠনের সহ-সভাপতি অজয় বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, সংগঠনের রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক জিকু বড়ুয়া, ধর্মীয় সম্পাদক শাসন রক্ষিত ভিক্ষু, সহ সাধারণ সম্পাদক সন্তোষ বড়ুয়া, প্রচার সম্পাদক অমিত বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মোনাষ্টিক ফ্রাইডে ধম্মা স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।