আগামীকাল ১৬ জুলাই, ২০১৯ ইং, ২৫৬৩ বুদ্ধবর্ষের শুভ আষাঢ়ী পূর্ণিমা। বিবর্তন পরিবারের পক্ষ হতে সকলকে পূণ্যস্নাত আষাঢ়ী পূর্ণিমার শুভেচ্ছা।
বোধিসত্ত্বের মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ, সিদ্ধার্থের সংসার ত্যাগ ও ঋষিপতন মৃগদাবে (সারনাথ) গৌতম বুদ্ধের সর্ব প্রথম ধর্মোপদেশ প্রদান; মাতৃদেবী মহামায়ার বিমুক্তি মানসে তাবতিংস স্বর্গে এক বর্ষাবাস যাপন, শ্রাবস্তীতে যমক ঋদ্ধি প্রদর্শন এবং এ পূর্ণিমা তিথিতে ভিক্খুসংঘকে বুদ্ধ কর্তৃক ত্রৈ-মাসিক বর্ষাব্রত উদ্যাপনের নির্দেশ প্রজ্ঞাপিত হওয়ার ন্যায় অতি গুরুত্বপূর্ণ স্মৃতি বিজরিত হওয়ার প্রেক্ষিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের নিকট অতীব অর্থবহ এবং মহান পূণ্যতিথি। এছাড়া, এ পূর্ণিমার মধ্যদিয়ে গৃহীসংঘরাও আত্মশুদ্ধি, আত্মসমর্পন ও আত্মনিবেদন প্রত্যয়ে ত্রৈমাসিক বর্ষাব্রতে উপোসথ প্রতিপালন করেন।
বর্ষাবাসকালীন তিনমাসের উপোসথ সমূহ প্রতিপালনের মনস্থির করুন। পূর্ণ করুন শীল পারমিতা।
উপোসথ দিবসে যাদের অবসর/ছুটি নেই, তারা পুরোদিন সম্ভব না হলেও অর্ধ-উপোসথ প্রতিপালন করতে পারেন। এমনকি আপনি চাইলে কয়েক ঘন্টার জন্যও অষ্টশীল প্রতিপালন করতে পারেন।
☸ দুঃশীল, দুঃশ্চরিত্র ও অসমাহিত হয়ে শতবর্ষ জীবিত থাকার চেয়ে; শীলবান, সচ্চরিত্র ও সমাহিত হয়ে একদিনের জীবনও শ্রেয়। -বুদ্ধবাণী (ধর্মপদ ১১০)