বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, মায়ানমার সরকার কর্তৃক ‘অগ্গমহাসদ্ধম্মজোতিকধজ’ অভিধায় অভিষিক্ত,
আন্তর্জাতিক খ্যাতিমান সাংঘিক ব্যাক্তিত্ব, পটিয়া
উনাইনপুরা লংকারাম বিহারের অধ্যক্ষ, মহামান্য দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাথের সম্প্রতি
অসুস্থ হয়ে পড়েছেন।বর্তমানে তিনি স্থানীয় ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১৯২৮ সালের ১৭ জুন পুণ্যভূমি পটিয়া উনাইন গ্রামে জন্মগ্রহণ করেন ভদন্ত ধর্মসেন মহাথের মহোদয় পরে তিনি ১৯৪২ সালে প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত হন। শ্রামণ্যধর্মে দীক্ষিত হবার মাত্র কয়েক বছর পরে ১৯৪৬ সালে তিনি শুভ উপসম্পদা গ্রহণ করেন।সাধনা, কর্মদক্ষতা, বুদ্ধ শাসনের প্রতি একাগ্রতা, ত্রিপিটক শাস্ত্রে পারদর্শীতা সব মিলিয়ে তিনি কালে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করেন। তিনি ১৯৯৮ সালের অক্টোবরে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতির পদে অধিষ্ঠিত হন।সাংঘিক জীবনের শ্রেষ্টতম আসনটিও এই মহান পুণ্য পুরুষ লাভ করেছেন। তিনি ২০০৪ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ পদে বরিত হন।
আসুন সকলে মিলে মাননীয় সংঘরাজের আশু রোগ মুক্তি কামনায় পুণ্যদান করি। তিনি পুনরায় আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক।