উজ্জ্বল কান্তি বড়ুয়া :
বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার বার্ষিক সাধারণ অধিবেশন গত ৮ জুলাই, ২০১৯ খ্রিঃ সোমবার রাউজান পূর্বগুজরাস্থ ঐতিহাসিক সুদর্শন মহাবিহার প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এবং কমিটির মেয়াদ পূর্তিতে নতুন কার্যকরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। উপস্থিত ভিক্ষু-সংঘগণ রাউজান জ্ঞানানন্দ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরকে সভাপতি, মধ্যম আধার মানিক বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরকে মহাসচিব, পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথেরকে অর্থসচিব নির্বাচিত করে ৪৯ সদস্য বিশিষ্ট শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করেন। উক্ত অধিবেশনে সংঘনায়ক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ শুদ্ধানন্দ মহাথেরোর রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থণা করেন এবং ২জন উপসংঘনায়ক যথাক্রমে উপসংঘনায়ক প্রিয়শীলি বনশ্রী মহাথের ও সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরকে উপসংঘনায়ক এবং ৫ জন সহ-উপসংঘনায়ক যথাক্রমে সহ-উপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের, সহ-উপসংঘনায়ক আনন্দ মিত্র মহাথেরোর সাথে সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, ভদন্ত শীলভদ্র মহাথের ও ভদন্ত বিমলানন্দ মহাথেরকে সহ-উপসংঘনায়ক মনোনীত করেন। সভায় নবগঠিত কমিটির কর্মকর্তাগণ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।