পটিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সাংগঠনিক সম্পাদক, পিঙ্গলা মঙ্গলা বৈদ্য বিহারের অধ্যক্ষ, শ্রীমৎ জ্ঞানবংশ মহাথের পরলোকগমন করেছেন।( অনিচ্চা বথ সাংখারা…)
আজ সন্ধায় ৮ নভেম্বর নগরীর জিইসির চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর আনুমানিক দুপুর ২ টায় পটিয়ায় এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। এক মোটর আরোহী ঢাক্কা দিলে তিনি সজোরেআঘাতপ্রাপ্ত হন। উনাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ তলা ২৮ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নগরীর জিইসির চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে আইসিওতে লাইফ সার্পোট এ ছিলেন।