1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:১৯ অপরাহ্ন

লন্ডস্থ ইষ্ট লন্ডন লুম্বিনী বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব ২৮ অক্টোবর, রবিবার

প্রতিবেদক
  • সময় শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৯৮৫ পঠিত

আত্মশুদ্ধি, আত্মসমর্পন ও আত্মনিবেদনের প্রবারণা পূর্ণিমা সমাপনের সাথে “কঠিন চীবর দান” উৎসবের পূণ্যময় বার্তা আগামী ২৫ অক্টোবর হতে ছড়িয়ে পড়বে দিকে দিকে। দানোৎসবে মুখরিত হবে প্রতিটি বৌদ্ধ জনপদ। স্বদেশে এমন পূণ্যোৎসবের বিশেষ আমেজ কাজ করে। চিত্ত জগতে বাতাবরণ, প্রীতিময় অনিন্দ্য সুখ দেহ-মনে। কিন্তু স্বদেশের ন্যায় সে রব রব, সাজ সাজ আমেজ প্রবাসে তেমনটা খুঁজে পাওয়া না গেলেও প্রীতি-উৎফুল্ল আর পূণ্যময় অনুভবে প্রবাসীরাও মোটেও পিছিয়ে নেই বরং সমানতালে কঠিন চীবর দানোৎসবের মৈত্রী বারতা অনুভূত হয় এখানে সর্বজনে। তাই তো- মিলিত হয় সবে বিহার প্রাঙ্গনে। এক মন, এক চিতে মহাসংঘে করে চীবর দান, প্রণাম নিবেদনে।

সে পূণ্যবার্তা বহিছে পবনে…
২৫৬২ বুদ্ধবর্ষের আগামী ২৮ অক্টোবর, রবিবার, ২০১৮ইং। যুক্তরাজ্যের লন্ডস্থ ইষ্ট লন্ডন বুড্ডিষ্ট কালচার‍্যাল্ সেন্টার – লুম্বিনী বিহারে দানরাজ-দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপন হতে যাচ্ছে। সকাল হতে অপরাহ্ন অবধি বিবিধ ধর্মানুষ্ঠানে উক্ত দিনের অনুষ্ঠান জ্ঞাপনী সাজানো হয়েছে।

স্ব-পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এবং জ্ঞাতী-মিত্রদের সাথে নিয়ে পূণ্য অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমন্ত্রণ-নিমন্ত্রণ সকলের প্রতি…

Address: East London Buddhist Cultural Centre
33, Maybury Rd, London E13 8RZ, Plaistow, United Kingdom

অনুষ্ঠান জ্ঞাপনীঃ

সকাল ০৭:০০ – বুদ্ধপূজা, ভিক্খুসংঘকে প্রাতঃরাশ দান এবং কঠিন চীবর তৈরীর সামগ্রী নিয়ে উপাসক-উপাসিকাদের বিহারে আগমন।
সকাল ০৮:৩০ – কঠিন চীবর সেলাই -এর শুভারম্ভ।

সকাল ১১:০০ – বুদ্ধপূজা ও সংঘদান।
সকাল ১১:৩০ – পূজনীয় ভিক্খুসংঘের আহার গ্রহণ।
দুপুর ১২:৩০ – উপাসক-উপাসিকাদের মধ্যাহ্ণ ভোজ গ্রহণ।

দুপুর ০১:৩০ – কঠিন চীবর দানের পূণ্যফল বিষয়ক ধর্মদেশনা (সিংহলী)।
দুপুর ০২:৩৫ – বুদ্ধধাতু ও কঠিন চীবর সহকারে বিহার প্রদক্ষিণ (ধর্ম র‍্যালী)।
দুপুর ০৩:০০ – কঠিন চীবর ও কল্পতরু পূজা-উৎসর্গ।

অপরাহ্ন ০৪:০০ – কঠিন চীবর দান বিষয়ক ধর্মদেশনা (ইংরেজী)।
অপরাহ্ন ০৪:২০ – কঠিন চীবর দান বিষয়ক ধর্মদেশনা (বাংলা)।
অপরাহ্ন ০৫:০০ – ভিক্খুসংঘ কর্তৃক আশীর্বাদ-সূত্রপাঠ এবং পূণ্যোৎসর্গ।
অপরাহ্ন ০৫:৩০ – কঠিন চীবর দান সমাপ্তি ও জল খাবার পরিবেশন।

“গিরিরাজ সমং কত্বা সঙ্ঘে দেতি তিচীবরং,
যো দেতি কঠিনং একং বিপুলা তস্স দক্খিণা”।

অর্থাৎ সুমেরু পর্বতের সমান রাশি করে ত্রিচীবর সংঘদান করলে, যেই ফল হয়, তার চেয়ে মাত্র একখানা কঠিন চীবর যে ব্যক্তি দান করে তার ফলই বিপুল।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!