নানান ধর্মীয় আচারে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও পালিত হয়েছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
পবিত্র এই দিনটি রাঙামাটির রাজবন বিহারসহ এর অধস্তন শাখা বন বিহারগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি রাজবন বিহার চত্বরে উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ’র আয়োজনে এ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, তাবতিংশ পূজা ও উৎসর্গ কার্য সম্পাদন করা হয় ।
এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি গৌতম দেওয়ান, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানসহ হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন।
পরে ধর্মসভায় রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের জাতি ধর্ম বর্ণ সকলের উদ্দেশে বুদ্ধের শান্তির বাণী প্রচার করেন এবং দেশ, জাতি ও পৃথিবীর সকলের জন্য প্রার্থনা করেন।
ধর্মসভা শেষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।