শুভ প্রবারণা পূর্ণিমার প্রাক্কালে পার্বত্য খাগড়াছড়িতে হামলা চালিয়ে এক সৌম্য বুদ্ধমূর্তি ভাংচুর ও বিহার ধ্বংস করার খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়ায় গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত জেতবন বৌদ্ধ বিহার ও সেখানে নির্মিত ৭ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তিটি ভেঙে চুরমার করে দিয়েছে সেনাবাহিনী।
জানা যায়, সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুইমারা ব্রিগেড থেকে বিপুল সংখ্যক সেনা সদস্য বেশ কয়েকটি গাড়িতে করে কুকিছড়া জেতবন বৌদ্ধ বিহারে হানা দেয়। সেখানে গিয়ে সেনারা বুদ্ধমূর্তি ও বিহার ভাংচুর শুরু করে। রাত প্রায় ৪টা পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করে ভাংচুর কার্যক্রম চালায় বলে এলাকাবাসী জানিয়েছেন।
সেখানে উত্তেজনা বিরাজ করছে।