1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

শুভ প্রবারণা পূর্ণিমা -২০১৮ উপলক্ষে বন্দনা প্রতিযোগিতা

প্রতিবেদক
  • সময় বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ১৪৫৭ পঠিত

শুভ প্রবারণা পূর্ণিমা -২০১৮ উপলক্ষে বন্দনা প্রতিযোগিতা
=======================
আগামী ২৪ অক্টোবর ২০১৮, রোজ বুধবার ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে ‘ধম্মকথা’ (বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র) এর উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারে বন্দনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
উক্ত প্রতিযোগিতায় আপনার উপস্থিতি ও আপনার সন্তানদের অংশ গ্রহণ কামনা করছি এবং সার্বিক সহযোগিতা করে আয়োজনকে সফল করার অনুরোধ জানাচ্ছি ।

প্রতিযোগিতার স্থানঃ- সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গন
পরিচালনায়ঃ সিলেট বৌদ্ধ সমিতি, সিলেট ।
সময়ঃ দুপুর ১২..৩০ ঘটিকা
তারিখঃ ২৪ অক্টোবর ২০১৮ ।

বিনীত
এডমিন
‘ধম্মকথা’
বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র
মোবাইল নম্বর- ০১৮১৯ – ৮১৯৬৫৩
‘ক’ ‘ বিভাগ
যে কোন বন্দনা- (প্লে থেকে নার্সারি- ওয়ান, টু পর্যন্ত)

‘খ’ বিভাগ

বুদ্ধ বন্দনা, ত্রিশরণ বন্দনা, ত্রিরত্ন বন্দনা ও ভিক্ষু বন্দনা-(তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত)

‘গ’ বিভাগ

প্রদীপ পুজা, পুষ্প পুজা ,সীবলী বন্দনা,
মাতা-পিতা বন্দনা ও পঞ্চশীল সহ পঞ্চশীল প্রার্থনা(সম্পূর্ণ) -(ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত)

ঘ’ বিভাগ

বুদ্ধের ৯ গুণ ,ধর্মের ৬ গুণ ,সংঘের ৯গুণ বন্দনা, পঞ্চশীল সহ পঞ্চশীল প্রার্থনা(সম্পূর্ণ), পরিত্রাণ পাঠ, মঙ্গল সূত্র ও করণীয় সূত্র-(দশম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত)

# প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১. আগ্রহী প্রতিযোগীকে ২৩ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ।
শ্রীমৎ সংঘানন্দ থেরো, অধ্যক্ষ, সিলেট বৌদ্ধ বিহার, সিলেট, মোবাইল নং-০১৮১৭-৭৫৫৩৫৯
বাবু লিটন বড়ুয়া, আহবায়ক, শুভ প্রবারণা উদযাপন কমিটি -২০১৮, মোবাইল নং-০১৮১৩-৬৪১৫৫১
বাবু রবীন্দু চাকমা, সচিব , শুভ প্রবারণা উদযাপন কমিটি-২০১৮, মোবাইল নং-০১৮১৯-৫১৪৬৩০
বাবু দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, সিলেট বৌদ্ধ সমিতি, সিলেট, মোবাইল নং-০১৭১২-২৯৭৯৯৯
২. প্রতিযোগিতার দিন প্রতিযোগিকে অবশ্যই স্কুল পরিচয় পত্র সংঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদানের জন্য নির্বাচন করা হবে এবং পুরস্কার ‘প্রবারণা পূর্ণিমা’র’ অনুষ্ঠানে প্রদান করা হবে ।
৪. প্রতিযোগিতা শুধুমাত্র সিলেটে বসবাসরত বৌদ্ধ সন্তানদের মধ্যে অনুষ্ঠিত হবে ।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!