কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক এবং দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যােতির্ময় বড়ুয়ার বাবা প্রমথ বড়ুয়া (৭৫) আর নেই।
রোববার (০৭ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।