রাউজান উপজেলাধীন পূর্বগুজরাস্থ ঐতিহ্যবাহী ধূমারপাড়া আনন্দ বিহারে পবিত্র মধু পূর্ণিমাকে কেন্দ্র করে ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ সোমবার, ধূমারপাড়া আনন্দ বিহারের বর্ষীয়ান উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও উপাসিকা রেনু প্রভা বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায় ধূমারপাড়া আনন্দ বিহারে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী মহাস্থবির পূজা, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাস্থবির পূজা, অর্হৎ সংঘের পূজা ও মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উক্ত মহতী ধর্মানুষ্ঠান সকালে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী মহাস্থবির পূজা, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাস্থবির পূজা ও অর্হৎ সংঘের পূজার মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিনের কর্মসূচী শুরু হয়। বিকালে একক ধর্মদেশক হিসাবে উপস্থিত থেকে সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সিনিয়র সহ-সভাপতি প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ধূমারপাড়া আনন্দ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সভাপতিত্বে প্রথমেই মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরসহ প্রয়াত সংঘনায়কগনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের নির্বাণ সুখ কামনায় প্রার্থনাসহ এক মিনিট নিরবতা পালন করা হয়, প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন বিহার পরিচারনা কমিটির সভাপতি শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাউজান শাখার সহ-সভাপতি স্বপন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- চট্রগ্রাম অঞ্চরের নির্বাহী সদস্য ডা: অনিল কান্তি বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, অষ্টশীল ও পঞ্চশীল প্রার্থনা করেন যথাক্রমে প্রকৃতি রঞ্জন বড়ুয়া, প্রকাশ বড়ুয়া। সভায় সম্প্রতি মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কটুক্তিকারীর প্রতি ঘৃনা প্রদর্শন করা হয়।সন্ধ্যায় পানীয় পূজা, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়।