সানি বড়ুয়াঃ
জ্ঞানালোকের উদ্যাগে বৈকালীক সংঘদান, ঐতিহ্যবাহী পূণ্যর্তীথ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব , সদ্ধর্মকোবিদ, এস. লোকজিৎ থেরো” মহোদয়ের একক সদ্ধর্ম দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১২ অক্টোবর শুক্রবার দুপুর ২ ঘটিকায় ঢাকার গুলশানে সরকারী কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।