বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রয়াত সভাপতি, সংঘবন্ধু অজিতানন্দ মহাথের মহোদয়ের পেটিকাবদ্ধ অনুষ্ঠান, অষ্টউপকরন সহ সংঘদান, আগামীকাল ১৪ ই সেপ্টেম্বর শুক্রবার রাংগুনিয়া ইছাখালি অশোকারাম বিহারে অনুষ্ঠিত হবে।
আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংঘরাজ ড.ধর্মসেন মহাথের,সভাপতিত্ব করবেন শাসন শোভন, উপসংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাথের,,প্রধান অতিথি শ্রুতিধর শীলানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি উপসংঘরাজ সত্যপ্রিয় মহাথের, প্রধান আলোচক উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের।
উল্লেখ্য সংঘবন্ধু অজিতানন্দ মহাথের (৮২) গত ৩০ আগষ্ট ২০১৮ বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে বাধ্যক্যজনিত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।